কুমিল্লায় ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদকঃ হিজড়াদের ব্যবহার করে দেশব্যাপী ইয়াবা ব্যবসার নেটওয়ার্ক ছড়িয়ে দেয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির বিশেষ অভিযানে একটি মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর বেড়িয়ে এসেছে এমন তথ্য। ওই অভিযানে গ্রেফতারকৃত ৩ জনের মধ্যে একজন বিথী হিজড়া। সে মোটরসাইকেল চালাতেও বেশ পারদর্শী। বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করছিল। হিজড়ার সহায়তায় ইয়াবার একটি চালান ঢাকায় যাচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে জেলার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস (রেজিঃ নং-চট্ট মেট্রো-চ-১১-৫২৭৫) থামিয়ে ডিবি এতে তল্লাশী চালায়। এতে গাড়ির চালক মাহমুদুল করিমের নিকট থেকে ৪ হাজার পিস ইয়াবা এবং গাড়ির চালকের পাশের একটি বক্স থেকে আরও ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৮ হাজার পিস ইয়াবার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছেন, মাইক্রোবাসের চালক কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সাবেগ গুলদি গ্রামের মৃত নজির আহাম্মদের পুত্র মাহমুদুল করিম (২৮), তার সহযোগী কুমিল্লার হোমনা উপজেলার বড় ঘাটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র উজ্জ্বল (২৮) এবং একই উপজেলার ছিরমুদি গ্রামের সুন্দর মিয়ার পুত্র কাজল মিয়া প্রকাশ বিথী হিজড়া (২৬)। অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির এসআই সহিদুল ইসলাম জানান, তথ্য ছিল একজন হিজড়াসহ মাইক্রোবাসে ঢাকায় ইয়াবা যাচ্ছে, গাড়ি আটকের পর এর সত্যতাও মিলেছে। গ্রেফতারকৃতরা চিহিৃত মাদক ব্যবসায়ী, তারা দীর্ঘ দিন ধরে কক্সবাজার সীমান্ত থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে কুমিল্লা, ঢাকা, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছিল বিথী হিজড়া। ওই হিজড়া ইতিমধ্যে বিপুল পরিমান ইয়াবাসহ চট্টগ্রাম নগরীতে গ্রেফতার হয়েছিল। সে মোটরসাইকেল চালাতেও দক্ষ। একটি ইয়াবা সিন্ডিকেট হিজড়াদের ব্যবহার করে দেশব্যাপী ইয়াবার ব্যবসার নেটওয়ার্ক করে আসছে বলে বিথী হিজড়া জানিয়েছেন। এ বিষয়ে দুপুরে বুড়িচং থানায় মামলা হয়েছে।