কুমিল্লা-২ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
মোঃ জুয়েল রানাঃ ৩০ শে ডিসেম্বর ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে আজ (২৮ নভেম্বর) বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিরিয়াং কমিটির সদস্য ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে দলের দ্বিতীয় মনোনয়ন প্রাপ্ত বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন, মহাজোটের(জাতীয় পার্টি) বর্তমান সংসদ সদস্য আমির হোসেন ভূইয়া, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরী ও হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ (বিদ্রোহী) এছাড়াও বিভিন্ন দলের আরো একাদিক প্রার্থী মনোনয়নপত্র জামা দিয়েছেন। এসব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহন করেছেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার ও সহকারী রিটার্নিং অফিসার।
দীর্ঘ দশ বছর পর ভোটাররা তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারবে বলে এমন আশায় উৎসাহ বিরাজ করছে ভোটারদের মাঝে। সকাল ১০টা থেকেই উপজেলার আশে পাশের এলাকা মুখরিত হয়ে উঠে কর্মী সমর্থকদের উপস্থিতি। তবে আওয়ামীলীগের নতুন মুখ সেলিমা আহমাদ মেরীকে মনোনয়ন দেয়ায় নিরুৎসাহিত হয়ে পরেছে এখানকার আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীরা। অপর দিকে তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন মনোনয়নপত্র জমা দিতে আসলে স্থানীয় নেতাকর্মীরা পিতা পুত্রকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মনোনয়নপত্র জমা দেয়ার সময় স্থানীয় বিএনপি’র কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।
এদিকে এই আসনের বর্তমান এমপি আমির হোসেন ভূইয়ার ব্যক্তি ইমেজকে ধরে রাখতে তিতাস-হোমনার দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশাও শ্রেণীর লোকজন সকাল থেকেই উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে জড়ো হয়ে ফুলের শুভেচ্ছা জানায়। তিনি মনোনয়ন পত্র জমা দেয়ার সময় স্থানীয় জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ (বিদ্রোহী) দুপুর ১টায় হোমনা উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন। বিকাল ৩টায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সেলিমা আমাদ মেরী তিতাস উপজেলায় মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও মনোনয়ন পত্র জমা দিয়েছে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম বুলবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইঞ্জিঃ আশরাফুল ও জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন(এন ডি এম)মো. নুরে আলম ভূইয়া, তরিকত ফেডারেশনের মোঃ জাকির হোসেন।