ময়নামতি সেনানিবাস এলাকা থেকে গাঁজাসহ আটক-২

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষমান থাকার সময় গোপন সংবাদেও ভিত্তিতে বুধবার রাতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফারুক (২২) ও সবুজা খাতুন (৪৫) নামের দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয় ১৫ কেজি কওে ৩০ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকায় সুপার মার্কেটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষমান থাকার সময় গোপন সংবাদেও ভিত্তিতে বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টায় কুমিল্লা ডিবি পুলিশের একটি দল ইন্সপেক্টর ফিরোজ,এসআই শাখাওয়াত,এসআই মোক্তল,এএসআই মোস্তাফিজুর রহমান,এএসআই বিষ্ণু কুমার রায়,কনষ্টেবল বাদল মিয়া , আলী আক্কাস, শিমুল চন্দ্র শর্মা ,মিজানুর রহমান,পান্না আক্তারসহ পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় অপেক্ষমান মাদারীপুর জেলা সদরের এওজ গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র ফারুক ও নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পুরাতন টিপরদি এলাকার মৃত আবুল কালামের স্ত্রী সবুজা বেগমকে আটক ও তাদের কাছে পৃথক ১৫ কেজি করে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করে।

এব্যাপারে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো পড়ুন