দাউদকান্দিতে ১৪৪ ধারা জারি
মারুফ আহমেদঃ কুমিল্লার দাউদকান্দির পদুয়া ইউনিয়নের খালিশা বালুর মাঠে স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দেওয়ায় স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। এরই প্রেক্ষিতে গত শুক্রবার বিকেলে দু’পক্ষের পূর্ব নির্ধারিত সমাবেশ হতে পারেনি।
স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়, জেলার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের খালিশা বালুর মাঠে ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ টায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ কর্তৃক পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগ এক সমাবেশের ঘোষনা দেয়। এতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সম্পাদকমন্ডলীর সদস্য ব্যারিষ্টার নঈম হাসানকে প্রধান অতিথি করা হয়েছিল। কিন্তু একইস্থানে বর্তমান দাউদকান্দি-মেঘনা আসনের এমপি সুবিদ আলী ভূইয়ার সমর্থিত তার ছেলে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোঃ আলী সুমনকে প্রধান অতিথি করে পদুয়া ইউনিয়ন ছাত্রলীগও একই সময় সমাবেশের ঘোষনা দেয়। এ অবস্থায় আইন-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় স্থানীয় প্রশাসন সমাবেশস্থল ও এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারী করে। এতে দু’টি দলের পূর্ব নির্ধারিত সমাবেশ হতে পারেনি।