কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
গোলাম কিবরিয়াঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) অর্থনীতি বিভাগের অধিভুক্ত অর্থনীতি ক্লাবের আয়োজনে প্রথমবারের মত “বাংলাদেশ অর্থনীতির পাঁচ দশক: প্রত্যাশা ও প্রাপ্তি” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত অর্থনীতিবিদ এবং ঢাকা স্কুল অব ইকোনমিক্স এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। এছাড়াও সেমিনারে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: শামিমুল ইসলাম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা রেমিটেন্স, অর্থনৈতিক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও দেশের অতীত অর্থনৈতিক অবস্থার সাথে বর্তমান অবস্থার তুলনামূলক আলোচনা করা হয়।