কুমিল্লায় পুত্রবধুকে ইভটিজিং এর দায়ে শশুড়ের ১ বছরের জেল
নিজস্ব প্রতিবেদকঃ লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের উত্তর জয়কামতা গ্রামের আরজ আলীর পুত্র মোঃ মনির হোসেন ওরফে মনু মিয়া বয়স (৫০)নিজের ছেলের বউ শিউলি আক্তার (১৯)কে উত্ত্যক্ত করার দায়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কে এম ইয়াসির আরাফাত ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
খবর পেয়ে জীবন তাৎক্ষণিক ভুচ্ছি ফাড়ী’র অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে উত্ত্যক্তকারী মনির হোসেন ওরফে মনু মিয়াকে আটক করেন।
উত্ত্যক্তকারী ব্যক্তি দীর্ঘদিন যাবৎ তার ছেলের বউকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন।
তার ছেলে কুমিল্লা ইপিজেড এ চাকরি করেন।