কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লিডার্স সামিট অনুষ্ঠিত
গোলাম কিবরিয়াঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)মার্কেটিং বিভাগের সংগঠন ক্যাফে মার্কেটিং এর পৃষ্ঠপোষকতায় ক্লাব ডিফেন্ডার্স এর আয়োজনে ‘লির্ডাস সামিট’ অনুষ্ঠিত। রবিবার সকাল ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদের হলরুমে ৯ম ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান ইমা ও তামিম রুহুলের যৌথ সঞ্চালনায় মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে লির্ডাস সামিট শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড.মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।
উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃআব্দুল্লাহ,একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃতোফায়েল হোসেন মজুমদার, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর জেনারেল ম্যানেজার মো.খোরশেদ আলম, মো.জিয়া উদ্দিন হেড অব সাপ্লাই সার্ভিস ফর বাংলাদেশ এন্ড শ্রীলঙ্কা রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড, ট্রেড মার্কেটিং ম্যানেজার আবুল মোনায়েম লিমিটেড কোকা কোলা বেভারেজ ইউনিটের মাইনুল আহসান, রিজিওনাল সেলস ম্যানেজার আড়ং ডেইরীর খালিলুর রহমান।
এসময় কিনোট স্পীকার হিসেবে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম উপস্থিত শিক্ষার্থীদের বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা পদ্ধতি, কিভাবে ভাইভা দিতে হয় কিভাবে নিজেকে ব্যাংক খাতের জন্যে তৈরী করতে হয় সেই বিষয়গুলো তুলে ধরেন।
এছাড়াও উপস্থিত বক্তারা,কোরপোরেট লেভেলে নেতৃত্ব সৃষ্টির দিকে গুরুত্ব দিয়ে বলেন গ্লোবালি নিজেকে তৈরী করতে হবে যাতে বিভিন্ন জায়গায় নিজেকে উপস্থাপন করা যায়। পড়াশুনার পাশাপাশি বিভিন্ন ইভেন্টগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে নিজেকে তৈরী করতে হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কিনোট স্পিকাররা।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে গোল্ড স্পনসর্ড বাই আবুল মোনায়েম লিমিটেড এবং স্ন্যাক্স পার্টনার হিসেবে ছিলেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড