রাতের আধারে প্রতিষ্ঠাকালীন ভিত্তি ফলক ভাঙলো কুবি প্রশাসন
গোলাম কিবরিয়াঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন ভিত্তি ফলক ভেঙে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় অবস্থিত ভিত্তি ফলকটি ভাঙার কাজ শুরু করে একদল শ্রমিক। ভাঙার কাজে কর্মরত শ্রমিকরা জানান বিশ্ববিদ্যালয়ের সড়ক সম্প্রসারণ এবং সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় এ ফলকটি তারা ভাঙছে। তবে ফলকটি পুনঃপ্রতিস্থাপন ছাড়াই ভাঙার কাজ শুরু করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।
ফলকটি ভাঙার সময় উপস্থিত অন্তত ১০ জন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, ‘ভিত্তি ফলকটি আমাদের অস্তিত্বের প্রতীক। এই বিশ্ববিদ্যালয়ে এটাই প্রথম স্থাপনা। ভিত্তি ফলকটিকে অন্য কোথাও প্রতিস্থাপন করে ভাঙা উচিত ছিলো।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক সম্প্রসারণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য ভিত্তি ফলকটি ভাঙা হচ্ছে। পরে এটি সুবিধাজনক স্থানে স্থানান্তর করা হবে।’