কুমিল্লা মুন হসপিটালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২১ মে) কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন নিহতের স্বামী।

এতে চিকিৎসক ডাক্তার তাইফুর, সীমান্ত ও আশিককে আসামি করা হয়। পুলিশ জানায়, পেটে ব্যথা হওয়ায় স্ত্রী খুকু মণিকে নগরীর মুন হাসপাতালে ভর্তি করেন অটোরিকশা চালক খোকন সাহা।

স্বজনদের দাবি, হাসপাতালে নেয়ার পরই কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়া খুকুকে ইনজেকশন দেয় চিকিৎসক তাইফুর। এরপরই তার মৃত্যু হয়।

এসময় বিল পরিশোধের জন্য চাপ দেয় চিকিৎসক সীমান্ত ও আশিক। এ ঘটনার পর হাসপাতালে পুলিশের সাথে রোগির আত্মীয়-স্বজনের বাকবিতন্ডা ঘটে। এ সময় রোগির আত্মীয়-স্বজনকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

রোগির আত্মীয়-স্বজনদের সাথে পুলিশের ধাক্কাধাক্কির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে কুমিল্লা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

তবে পুলিশ বলছে, রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন