শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – এমপি বাহার
নিজস্ব প্রতিবেদকঃ কুমিলা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন,বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশ গড়তে কাজ করছি। ২০৪১ সালের জ্ঞান নির্ভর উন্নত বাংলাদেশ গড়তে হলে সবার আগে শিক্ষার মানোন্নয়ন ঘটাতে হবে। ধনী দেশ,আর উন্নত দেশ এক কথা নয়। শিক্ষার উন্নয়ন ব্যাতিত উন্নত দেশ গড়া সম্ভব নয়। শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার বিকালে নগরীর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আদর্শ সদর উপজেলা শিক্ষক সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এ কথা বলেন। উক্ত ইফতারে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ও কুমিল্লা মহানগরীর বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক অংশ নেন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও নগরীর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাছান ইমাম মজুমদার ফটিক, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বকুল,আদর্শ সদর উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হাছান, সদর দক্ষিন উপজেলা শিক্ষা অফিসার মো.শাহজালাল প্রমুখ। অনুষ্ঠান স ালনা করেন কমলাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.ওবায়দুল হক।