নাঙ্গলকোটে ৩ গরু চোরসহ আটক ৪
মোঃ ওমর ফারুকঃ কুমিল্লার নাঙ্গলকোটে পুলিশ অভিযান চালিয়ে তিন গরু চোর ও এক মাদক সেবনকারীকে আটক করেছে। গরু চোরদের প্রত্যেককে ৪০ দিন করে কারাদন্ড ও এক মাদক সেবনকারীকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার তাদেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো,সোহেল রানার আদালতে হাজির করা হলে আদালত গরু চোরদেরকে ৪০ দিনের জেল ও এক মাদক সেবনকারী ৭ দিনের জেল প্রদান করা হয়।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এস আই) মো: ফরিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা এলাকা থেকে ওই গ্রামের গরু চোর বদু মিয়ার ছেলে রুবেল, আবদুল গফুরের ছেলে নজরুল, পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গিশ্বর গ্রামের ইসমাইলের ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। আটককালে তাদের কাছ থেকে ৪ টি গরু উদ্ধার করা হয়। পরে গরুর মালিক উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের শ্যামেরখিল গ্রামের আবদুল মন্নান ড্রাইভারের কাছে উদ্ধারকৃত গরুগুলো দেয়া হয়। অপরদিকে বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাচি গ্রামের সেকান্দার আলীর ছেলে নুর মোহাম্মদকে মাদক সেবনকালে বাঙ্গড্ডা বাজার থেকে আটক করা হয়। আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।