বুড়িচংয়ে ভোক্তাধিকার আইনে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা
জে.এইচ বাবুঃ জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা অফিসের উদ্যোগে গতকাল কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পন্য সংরক্ষন ও বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমনা ও পন্য ধ্বংশ করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণের অভিযোগে বিসমিল্লাহ ফার্মেসীকে ৮ হাজার টাকা, একই অভিযোগে হাজী মেডিক্যালকে ১৫ হাজার টাকা, মহামান্য হাইকোর্ট নিষিদ্ধ পণ্য সংরক্ষণের অভিযোগে মেসার্স মুন্নী কনফেকশনারীকে ৫হাজার টাকা, একই অভিযোগে ভাগিনা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, রমজান ষ্টোরকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অভিযোগে রুমা ফার্মেসীকে ৬ হাজার টাকাসহ আজ মোট ৬টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিএসটিআইয়ের মানে অনুত্তীর্ণ ও মহামান্য হাইকোর্ট নিষিদ্ধ ৮০ কেজি কনফিডেন্স লবণ, ১ কেজি ৮শ গ্রাম রাধুনী ধনিয়ার গুড়া, ১ কেজি ২শ গ্রাম রাধুনী জিরার গুড়া ও ৩৫ প্যাকেট মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করে স্পটে ধ্বংস করা হয়। জেলা মার্কেটিং অফিসের বাজার পরিদর্শক আলমগীর হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রানু বেগম ও বুড়িচং থানা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন।