কুমিল্লা মেডিকেলে ৪০ ডেঙ্গু রোগী
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন; যাদের সবাই ঢাকা থেকে রোগটিতে আক্রান্ত হয়ে গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী জানান, গত কয়েক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৩ জন তাদের হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন। আর এখন চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন।
ঢাকায় ব্যাপক হারে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে কুমিল্লায় গত দুই দিনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে বলে এ চিকিৎসক জানান।
স্বপন বলেন, “আশঙ্কার বিষয় হলো, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার নয় ঘণ্টার ব্যবধানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ওই ১৭ জনসহ সবাই ঢাকায় থাকতে আক্রান্ত হয়েছেন। ”
তবে কুমিল্লায় ‘ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে’ রয়েছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় জেলার কুমিল্লার চিকিৎসকরাও প্রস্তুত রয়েছেন।
এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগ পরীক্ষা ও আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান স্বপন।
সূত্রঃ বিডিনিউজ