ভারতের শ্রীমন্তপুর সীমান্তে এমপি বাহারকে উঞ্চ অভ্যর্থনা জানিয়েছে সিপাহীজ্বলা প্রশাসন
ডেস্ক রিপোর্টঃ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ২দিনের সরকারী সফরে আগরতলা যাওয়ার পথে ভারতের সোনামুড়া শ্রীমন্তপুর সীমান্তে কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারকে উষ্ণ অব্যর্থনা জানিয়েছে সিপাহীজলা প্রশাসন।
ভারতের ত্রীপুরা রাজ্য সরকারের আয়োজনে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের আগরতলার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান নিয়ে অনুষ্ঠানে অংশ গ্রহনে ত্রীপুরা রাজ্য সরকারের আমন্ত্রনে মুক্তিযুদ্ধ বিষয়ক বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সোনামুড়া শ্রীমন্তপুর সীমান্তে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে অভ্যর্থনা জানান সিপাহীজ্বলা ডিস্ট্রিকের সিনিয়র ডেপুটি কালেক্টর বিশ্বজিৎপাল। এমসয় উপস্থিত ছিলেন ত্রিপুরা তথ্য ও সাংস্কৃতি দপ্তরের কর্মকর্তা পাঞ্চালী দেব বর্মা, এডিএম অসিত কুমার দাস, এসডিএম সুব্রত মজুমদারসহ রাজ্য সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সিপাহীজ্বলা জেলা পরিষদের সদস্য সেলিম মজুমদার, আইওসি ইন্ডিয়া ওয়েল কর্পোরেশনের সুখেন দেব উপস্থিত ছিলেন।
সংসদ সদস্যের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট রুস্তম আলী,কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল, কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড, আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক দুলাল মাহমুদ, বিশিষ্ট নাট্যকার শাহজাহান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ খোরশেদ আলম, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেরকুর রহমান পিয়াস, মহানগর আওয়ামীলীগ ১১নং ওয়ার্ডের প্রচার সম্পাদক মোঃ মাহবুব হোসেন।