সদর দক্ষিণে দূর্গা পূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সদর দক্ষিণ প্রতিনিধিঃআসন্ন শারদীয় দূর্গাপূজা ২০১৯ উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উদ্যোগে মঙ্গলবার বিকেলে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম,সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর,ইপিজেড ফাড়ির ইনচার্জ আজিজুল হক,সদর দক্ষিণ মডেল থানার সেকেন্ড অফিসার খাদেমুল বাহার,মহানগর পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি নির্মল চন্দ্র ঘোষ,সদর দক্ষিণ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন চক্রবর্তী।
এছাড়াও মতবিনিময় সভায় সদর দক্ষিণের পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বত্তারা বলেন,আসন্ন দূর্গাপূজা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষ্য সকল নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আনসার, পুলিশ নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করবে। সীমিত সংখ্যক পুলিশের সহায়তার জন্য স্থানীয়ভাবে কমিউনিটি পুলিশ এবং আনসার ও গ্রাম পুলিশ দলের সদস্য কর্মকর্তাগণ নিয়োজিত থাকবে। নিরাপত্তা রক্ষায় আইনশৃংখলা বাহিনীকে সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়েছে।