চটপটি খেয়ে লালমাই শাকেরা উচ্চ বিদ্যালয়ে ২৪ ছাত্রী অসুস্থ্য
লাকসাম প্রতিনিধিঃ চটপটি খেয়ে কুমিল্লার লালমাইয়ে ২৪ স্কুল ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। শনিবার সকালে শাকেরা আর.এ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ্য স্কুল ছাত্রীদের দ্রুত চিকিৎসায় লাকসাম সরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফুসকা ও চটপটি ব্যবসায়িদের আটক করে রাখা হয়েছে।
জানা যায়, শাকেরা আর.এ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা সকালে ফুসকা, চটপটি খেয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এসময় অন্য শিক্ষার্থী এবং স্থানীয়রা তাদের দ্রুত চিকিৎসার্থে লাকসাম সরকারি হসপিটালে ভর্তি করেন।
বিদ্যারয়ের প্রধান শিক্ষক আহমেদ উল্লাহ জানান, সকালে ছাত্রীরা ফুসকা খেয়ে পেটের ব্যথায় কয়েকবার বাথরুমে যায়। পরে আরো কয়েকজন একইভাবে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত চিকিৎসার্থে লাকসাম সরকারি হসপিটালে ভর্তি করা হয়। এরপর একে একে ২৪ জনকে ভর্তি করা হয়েছে। এখন তাদের চিকিৎসা চলছে।
এ ঘটনায় বিদ্যালয়ের অন্য শিক্ষার্থী এবং স্থানীয়রা মাঠে বসা ফুসকা ও চটপটি ব্যবসায়িদের আটক করে রাখে।
লাকসাম সরকারি হাসপাতালের প্রধান ডাঃ আবদুল আলী বলেন, খাবারে ময়লা-আবর্জনা অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এসব শিক্ষার্থীরা অসুস্থ্য হতে পারে। আমরা তাদের দ্রুত চিকিৎসা প্রদান করায় শিক্ষার্থীরা এখন কিছুটা সুস্থ্য রয়েছে।