ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ সহনীয় ঘরের উদ্বোধন
আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আসাদনগর গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে কাবিটা প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘরের শুভ উদ্বোধন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে গত বৃহস্পতিবার বিকেলে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তিনি গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলা নির্ববাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ মনিরুল হক, উপজেলা সহকারী কশিমনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির। সার্বিক তত্ত্ববধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান। পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন সহকারী প্রকৌশলী আবু সাইদ। উপস্থিত ছিলেন উপজেলার সাহেবাবাদ ইউপির চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক অপু খান চৌধুরী সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।