ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের নবীন বরণ
আশিকুর রহমানঃ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপি বলেন, পড়ালেখা হচ্ছে জীবন মান উন্নয়নের চাবিকাঠি। শিক্ষার্থীদের যোগ উপযোগী পাঠদানের মাধ্যমে শিক্ষিত করতে হবে। সৃজনশীল শিক্ষায় যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। জীবনে বড়ো হতে হলে পড়ালেখার পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষা ও পরিশ্রম কখনো বিফলে যায় না। আল্লাহ প্রতিটি মনুষকে অফুরন্ত সম্ভার দিয়ে সৃষ্টি করছেন। গতকাল শনিবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু এমপি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, লেখা পড়ার যেমন গুরুত্ব দিতে হবে খেলা ধুলায় ও তেমন গুরুত্ব দিতে হবে । যে পরিবারের মায়েরা শিক্ষিত সে পরিবারের সন্তানরাও সু শিক্ষিত।
অনুষ্ঠানে শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজর প্রতিষ্ঠাতা ও সাবেক এমপি এড. আমীর হোসেন সাহেবের সুযোগ্য সস্তান ও উক্ত কলেজের দাতা সদস্য ক্যাপ্টেন (মেরিন) জিয়াউল হাসান মাহমুদ, থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কবির আহামেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সরকার, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ মনিরুল হক, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি লায়ন মোস্তফা কামাল, কেন্দ্রীয় যুবলীগ নেতা শাহজালাল মোল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এড. সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের, মুক্তিযুদ্ধা আনোয়ার হোসেন, হাজী নোয়াব মিয়া সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোঃ রেজাউল করিম ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম। এসময় উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. গিয়াস উদ্দিন, আবদুল কুদ্দুস, শিদলাই ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান ভূইয়া, যুবলীগ নেতা সাইফুল ইসলাম টিটু, যুবলীগ নেতা মিজানুর রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, যুবলীগ নেতা মশিউল আলম সোহাগ, আলাউদ্দিন রিপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসেকুল ইসলাম রোমান, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম ভূইয়া সহ কলেজের অনান্য শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।