বুড়িচংয়ে হাফেজ ছাত্রদের পাগড়ী উপলক্ষে ওয়াজ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদরে অবস্থিত ডাঃ আব্দুল করিম তাহফিযুল কোরআন মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ক্বেরাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি রবিবার বিকাল ৩ ঘটিকায় হইতে মধ্যরাত পর্যন্ত জেলার বুড়িচং বাজারের পশ্চিম পাশে অবস্থিত ডাঃ আব্দুল করিম তাহফিযুল কোরআন মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল, ক্বেরাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব,দাবানল ও আহ্বান শিল্পী গোষ্ঠি।
উক্ত ওয়াজ মাহফিলে প্রদান বক্তা হিসেবে ওয়াজ করেন, বাংলাদেশ এশিয়ান টিভি, যমুনা টিভি,মহনা টিভি ইসলামী আলোচক ও ঢাকা খিলগাঁও বায়তুল মামুর জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী। মাদরাসার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্জ্ব মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগতপুর এ ডি এইচ ফাযিল মাদরাসার সভাপতি মোঃ মেজবাউল হক খান চৌধুরী আসিফ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল আলীম, জগতপুর গ্রামের সৌদ প্রবাসী মোঃ জহিরুল ইসলাম।
উক্ত মাহফিলে ক্বেরাত পরিবেশন করেন আন্তজার্তিক পুরষ্কার প্রাপ্ত ক্বারী মানজুর আহমেদ, ক্বারী আবু জর গিফারী,ক্বারী আবু সালমান। মাহফিল কমিটির সূত্রে জানা যায় এ বছর উক্ত মাদরাসার ২১ জন হাফেজ ছাত্রদেরকে পাগড়ী প্রদান করা হয়।