ডিসির হাত থেকে খাবার পেয়ে খুশি কুমিল্লায় আটকাপড়া ৬৫ দিনমজুর
করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গের আটকাপড়া ৬৫জন কৃষি শ্রমিকের দায়িত্ব নিলেন কুমিল্লা জেলা প্রশাসক(ডিসি) মো. আবুল ফজল মীর। ডিসির হাত থেকে খাবার পেয়ে খৃুশি তারা।
সূত্র জানায়,শুক্রবার বিকেলে উত্তর বঙ্গের ৬৫ দিনমজুর নিরুপায় হয়ে বিজয়পুর স্কুল মাঠে খোলা আকাশের নিচে অবস্থান নেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ নিজ অর্থায়নে শুক্রবার ও শনিবার দিনে-রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা নেন। বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর জানতে পেরে শনিবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর স্কুলে আসেন। তিনি ৬৫ জন কৃষি শ্রমিকের সাথে কথা বলেন।
এসময় জেলা প্রশাসক তাদেরকে আশ্বস্ত করেন, উত্তরবঙ্গের জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এরই মধ্যে যতদিন উত্তর বঙ্গের দিনমজুররা কুমিল্লায় অবস্থান করবে ততদিন কুমিল্লা জেলা প্রশাসন, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার আটকাপড়া কৃষি শ্রমিকদের খাওয়া,থাকার ব্যবস্থা, চিকিৎসা ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিবারের সাথে যোগাযোগের ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। পরে জেলা প্রশাসক কৃষি শ্রমিকদের মাঝে রাতের খাবার বিতরণ করেন।
এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন,সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ, অর্থমন্ত্রীর একান্ত সহকারী মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।