কুমিল্লার বৌদ্ধবিহার পরিদর্শনে ৮৬ জন বিদেশী অতিথি
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় আগত আমেরিকা, থাইল্যান্ড, চীন, কম্বোডিয়া ও লাওসসহ বিভিন্ন দেশ থেকে ৮৬ জন বৌদ্ধাবলম্বী অতিথি কুমিল্লা শালবন বৌদ্ধবিহার পরিদর্শণ করেন। শনিবার তারা ঘুরে ঘুরে বিহার পরিদর্শণ করেন। এসময় গোটা এলাকা নিরাপত্তা জোরদার করা হয়।
অষ্টম শতকের প্রাচীন এ বিহার ততকালীন সময়ের বিশ্ববিদ্যালয় ছিল। বিভিন্ন অঞ্চল থেকে বৌদ্ধ ভিক্ষুরা এখানে আসতেন দীক্ষাগ্রহণ করতে। দর্শনার্থীরাও সে স্মৃতিচারণে আবেগাপ্লুত হয় এবং সম্মিলিত প্রার্থণা করে। কোটবাড়িতে অনুষ্ঠিত থাইল্যান্ড-বাংলাদেশের উদ্যোগে ইয়াং ম্যান্স বুদ্ধিস্ট এসোসিয়েশন এবং সংঘরাজ জ্যোতিপাল মহাথেরো ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়ো-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে তারা কুমিল্লায় আসেন।
শুক্রবার বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়ো-এর উদ্বোধন এবং কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠান উপলক্ষে দিনব্যাপী বৌদ্ধ পূজা ও সংঘদান, ভিক্ষু সংঘের পিন্ড দান, মঙ্গলাচরন, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মালার মধ্যদিয়ে পবিত্র কঠিন চীবন দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন এবং কঠিন চীবরদানোৎসব অনুষ্ঠানটি পালিত হয়েছে।