মুরাদনগরে ২ জনের করোনা শনাক্ত

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রাম ও একই উপজেলার বাঙ্গরা থানার উত্তর রামচন্দ্রপুর এলাকার দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে এই তথ্য জানিয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম মানিক তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। পরে শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম জানান, গত ১৮ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

তিনি বলেন, আগামী ৭ দিন পরে আবারো তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়া ওই বাড়ির আশপাশের সবার নমুনা সংগ্রহ করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের তাদের নিজ বাড়িতে রাখা হয়েছে। যদি তাদের শরীরিক অবস্থার অবনতি হয় তাহলে কুমেক হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হবে।

দারোরা ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য ফজলুর রহমান জানান, নমুনা সংগ্রহের পর থেকে তাদের হোম কোয়ারেন্টাইন করা হয়। শুক্রবার সকালে তাদের বাড়ির সকল সদস্য ও আশপাশের সন্দেহভাজন লোকজনের নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

তিনি জানান, করোনা আক্রান্তরা নারায়ণগঞ্জে গার্মেন্টসে কাজ করতেন। ৮ দিন আগে তারা নিজ নিজ বাড়িতে এসেছিলেন।

সূত্রঃ সমকাল

আরো পড়ুন