নাঙ্গলকোটে অটোরিকশাসহ বিদেশি মদ আটক
কালের কন্ঠঃ কুমিল্লার নাঙ্গলকোটে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ ৬৫ বোতল বিদেশি মদ (হুইস্কি) আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর নামক স্থানে অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ঘটনায় জড়িতরা পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে গেছে।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানার এসআই মো. ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর নামক স্থানে অভিযান চালিয়ে একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশার ভেতরে থাকা বিভিন্ন ধরনের ৬৫ বোতল বিদেশি মদসহ ওই সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশের সদস্যরা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এ ছাড়া মাদক কারবারে জড়িত আসামিদের শনাক্ত করার চেষ্টাও চলছে।