দাউদকান্দিতে যুবককে গলা কেটে হত্যা
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ‘দেশ হসপিটাল’ নামে একটি বেসরকারি হাসপাতালের এক ল্যাব টেকনোলজিস্টকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোন এক সময় মিঠু মিয়া (২৫) নামে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সকালে দাউদকান্দি সার্কেল এএসপি মো. আবু সালাম চৌধুরীর নেতৃত্বে পুলিশ হাসপাতালের পাশে বালুর মাঠ সংলগ্ন জলাশয় থেকে লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। নিহত মিঠু কুমিল্লার মুরাদনগর উপজেলার হাড় পাকনা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
এবিষয়ে দাউদকান্দি থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) হারুনুর রশিদ বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও তার গলা কাটা হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠিয়েছি। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।