কুমিল্লার দেবিদ্বারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লার দেবিদ্বার সদরের নিউমার্কেট চত্ত্বর ও উপজেলা পরিষদ রোডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু বকর সরকারের নেতৃত্বে এসব উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, দেবিদ্বার সদর এলাকার নিউ মার্কেটে দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনের জায়গা অবৈধভাবে দখল করে এক শ্রেণির প্রভাবশালীরা ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা নোটিশ দেওয়ার পরও তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এদিন শ্রমিকরা হ্যামার ও বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ও ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার জানান, জেলা প্রশাসনের নির্দেশে দেবিদ্বার নিউ মার্কেট ও কলেজ রোডের সাড়ে চার শতক জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নিরবচ্ছিন্নভাবে পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।