ব্রাহ্মণপাড়ায় ছেলের ঔষধ আনা হল না বৃদ্ধ বাবার
ছেলের জন্য কবিরাজের কাছ থেকে ঔষধ আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ বাবা। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার বড়ধুশিয়া এলাকায়।
জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বড়ধুশিয়া- শিদলাই সড়কে সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আজমের ছেলে মোঃ হারুন মিয়া(৫৫) গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়।
পরিবারিকভাবে জানা যায় তিনি ছেলের জন্য ঔষধ আনতে যাচ্ছিলেন। তার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। সন্তানদের আর্তনাদ আর কখনো তাদের বাবা ফিরে আসবেনা। ভোরবেলা তার সন্তানদেরকে রমজানের সেহরি খাওয়ার জন্য আর কেউ বাবা বলে ডাকবে না। এ দৃশ্যগুলো যেন কিছুতেই মানতে পারছে না তার সন্তানরা।
তিনি স্ত্রী তিন ছেলে ও দুই মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।