কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় বাসের চাপায় স্কুলে যাওয়ার পথে এক শিশু ও তার পিতা নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার ঝাগুরঝুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান নিয়ন (৭) কুমিল্লা সদর উপজেলার হদগড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে। সে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী মডেল স্কুলের কেজি শ্রেণির ছাত্র।
ময়নামতি হাইওয়ে থানার এসআই আবদুস সালাম জানান, সকালে স্কুলে যাওয়ার জন্য মহাসড়কের ঝাগুরঝুলি এলাকায় ছেলেকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন বাবা নাছির উদ্দিন। লাকসাম থেকে ঢাকাগামী বেপেরোয়া গতির তিশা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় শিশু নাজমুল হাসান নিয়ন। গুরুতর আহত বাবা নাছির উদ্দিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়।
এদিকে বাসটি সামনে দাঁড়ানো একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে সেটিসহ সড়কের পাশের গর্তে পড়ে যায়।