কুসিক এ ই-ট্রেড লাইসেন্স কার্যক্রম উদ্বোধন
দেলোয়ার হোসেন জাকিরঃ বিদ্ধস্ত একটি দেশের দয়িত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধু, মাত্র ৭ পাউন্ড নিয়ে দেশ পরিচালনার শুরু করেছিলেন, সেই বঙ্গবন্ধুর বাংলাদশ আজ শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ। প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ই-ট্রেড লাইসেন্স সিস্টেম এর উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপিত আ ক ম বাহাউদ্দিন বাহার এ বক্তব্য রাখেন।
রবিবার সকালে সিটি কর্পোরেশন কন্ফারেন্স হলে ই-ট্রেড এ অনুষ্ঠানের আয়োজন হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ কে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে আবার পাকিস্থান বানাতে চেয়েছিলো পরাজিত শক্তিরা, তিনি বলেন একজন শেখ মুজিব বেঁচে থাকলে আমাদের এতোদিন অপেক্ষা করতে হতো না, কুমিল্লা বাসিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের ই-ট্রেড লাইসেন্স গ্রহন করে এই উন্নয়নের সাথে সম্পৃক্ত হওয়ার আহবান জানান এমপি বাহার। অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে বক্তব্য রাখেন এটুআই প্রোগ্রাম ইনোভেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এর পরিচালক যুগ্ম সচিব মোস্তফিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম।