কুমিল্লা সিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন ২ কাউন্সিলর প্রার্থী
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন দুই কাউন্সিলর প্রার্থী। তারা হলেন- ৫নং ওয়ার্ডে সৈয়দ রায়হান আহমেদ ও ১০নং ওয়ার্ডে মঞ্জুর কাদের মনি। দুটি ওয়ার্ডেই একজন করে প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।
মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড থেকে ১২০ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়ন ফরম দাখিল করেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সৈয়দ রায়হান আহমেদ ও ১০নং ওয়ার্ডে মঞ্জুর কাদের মনি একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ১৯ মে যাচাই বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ হলে দুটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে না।
সৈয়দ রায়হান আহমেদ বলেন, আমার ওয়ার্ডে কাউন্সিল পদে ইকবাল হোসেন ও হেলাল নামে দুইজন মনোনয়ন ফরম কিনেছিলেন। তারা আমার আত্মীয়। দুজনই স্বেচ্ছায় আমাকে সমর্থন দিয়ে মনোনয়ন ফরম জমা দেননি।
ঘোষিত তফসিল অনুযায়ী- ১৯ মে মনোনয়ন ফরম বাছাই, ২৬ মে প্রত্যাহার, ২৭ মে প্রতীক বরাদ্দ ও ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে।