কুমিল্লার চৌদ্দগ্রামে ১৬ দিন ধরে নিখোঁজ মীর হোসেন
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার চৌদ্দগ্রামে ১৬ দিন ধরে মীর হোসেন (২৫) নামে এক বিদেশ যাত্রী নিখোঁজ রয়েছেন। তার সন্ধান না পেয়ে মা মরিয়ম বিবি ও স্ত্রী সাজেদা বেগমসহ পরিবারের লোকজনের কান্না থামছে না।
নিখোঁজ মীর হোসেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের পরানপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে। এ ঘটনায় তার ভাই বিল্লাল হোসেন বাদি হয়ে চৌদ্দগ্রাম থানা ও কুমিল্লা র্যাব-১১ এর বরাবর পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, মীর হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় ইলেকট্রিক কাজ ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২৫ নভেম্বর বিদেশে যাওয়ার ভিসা প্রসেসিং করার জন্য ঢাকায় যান। ভিসার কার্যক্রম শেষ করে ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ৯টায় তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারে আছেন বলে মোবাইল ফোনে পরিবারকে জানান।
এরপর থেকে তার ব্যবহৃত ০১৬৩৯১১২৬২১ নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৮৩৯২৫৭৩০১ নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
সূত্রঃ পরিবর্তন ডট কম