মেসিদের নিয়ে ভাবছেন না রিচার্লিসন
এবার নেইমারকে ফিরে পেয়ে উজ্জীবিত ব্রাজিল শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার বাধা পেরিয়ে শেষ চারে উঠতে পারলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস বা আর্জেন্টিনা। শেষ পর্যন্ত যদি আর্জেন্টিনাকেই সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পায় ব্রাজিল, সেই ম্যাচ নিয়ে কি বিশেষ কোনো পরিকল্পনা আছে দক্ষিণ রিচার্লিসনের?
গতকাল রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ব্রাজিলের স্ট্রাইকারকে। প্রশ্নটির উত্তরে তিনি আপাতত আর্জেন্টিনাকে নিয়ে কিছু ভাবছেন না বলেই জানিয়েছেন। রিচার্লিসন বলেন, ‘প্রথমে আমরা ক্রোয়েশিয়ার কথা ভাবছি। এখন আমাদের সামনে ক্রোয়েশিয়া, ভাবনায় শুধু তারাই। (সেমিফাইনাল) পরের ধাপে। আসলে এখন আপনাকে ক্রোয়েশিয়া নিয়েই ভাবতে হবে।’
এদিকে ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার, রিচার্লিসন, পাকেতা-চারজনের গোলের পরই ব্রাজিল উদ্যাপন করেছে সাম্বা নাচের তালে। রিচার্লিসন তো তাঁর গোলের পর নিজেদের মধ্যে নাচ শেষ করে চলে গেছেন ডাগআউটে। সেখানে তিনি কোচ তিতেকে নিয়ে নেচেছেন।
এদিকে তিতের সঙ্গে সেই নাচ নিয়ে মিক্সড জোনে রিচার্লিসন বলেছেন, ‘(উদ্যাপন) গুরুত্বপূর্ণ। তিনি খুশি। আমাদের দলটি যে একতাবদ্ধ, এমন উদ্যাপন তারই প্রমাণ।’ নিজের পারফরম্যান্স নিয়ে রিচার্লিসনের কথা, ‘আমি খুব খুশি। আমাকে এভাবেই খেলে যেতে হবে। গোল করতে হবে।’
আগামী শুক্রবার ক্রোয়েশিয়া বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি এডুকেশন স্টেডিয়ামে। সেই ম্যাচে ব্রাজিল কেমন কী করবে-এই প্রশ্নের উত্তরে রিচার্লিসনের উত্তর, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দল লক্ষ্যে স্থির এবং আমরা সবাই মনোযোগী।’