পবিত্র রমজানে গান-বাজনা থেকে বিরতি তাসরিফের
সম্প্রতি ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন সঙ্গীত শিল্পী তাশরিফ খান। এর ফলে তার মুখের এক পাশে বাঁকা হয়ে যায়। তবে চিকিৎসা নেওয়ার পর কিছুটা ভালো দিকে যাচ্ছে বলে জানা গেছে। তাশরিফ যখন জীবনের কঠিন সময় পার করেছেন ঠিক তখনি আগমণ ঘটলো পবিত্র রমযানের। বৃহস্পতিবার (২৩ মার্চ) নিজের ফেরিফায়েড ফেজবুক পেইজে এক পোস্টে তাশরিফ জানান, পুরো রোজার মাস জূড়ে সমস্ত রকম গান বাজনা থেকে বিরত থাকবেন।
পোস্টে তাশরিফ লেখেন, ছোটবেলায় আমি মাদ্রাসার ছাত্র ছিলাম। পুরো আমপারা আমার মুখস্থ ছিল। ক্লাস ফোরে আমি স্কুলে সিফট হই। ফোর থেকেই আমি রোজা রাখা শুরু করেছিলাম সম্ভবত! সব রোজাই রাখতাম যখন যে কয়টা হয়। গত কয়েকবছরে অসুস্থতা এবং নানবিধ কারণে কয়েকটা রোজা রাখতে পারিনি।
তিনি লেখেন, এবার ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তবে সবগুলো রোজা রাখার নিয়ত করেছি। পুরো রোজার মাস জূড়ে সমস্ত রকম গান বাজনা থেকে বিরতি!