কুমিল্লায় বাড়ি থেকে বের করে কনস্টেবলকে কুপিয়ে হত্যা
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাসোরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক পুলিশ সদস্য রাহিজুল ইসলাম বাঁধনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ এপ্রিল) দুপুরে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত রাহিজুল ইসলাম বাঁধন নোয়াখালী জেলা পুলিশে কনস্টেবল পদে ছিলেন। তবে ২০২১ সালের ১০মে তাকে বরখাস্ত করা হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, নিহত সাবেক পুলিশ সদস্য রাহিজুল ইসলাম বাধন কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাসোরা গ্রামে আলী আহমেদ সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসোরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়ে আসছে। পুলিশের চাকরিকে হাতিয়ার বানিয়ে বাঁধন এলাকায় আধিপত্য বিস্তার করতেন। বাঁধনের অত্যাচার থেকে রক্ষা পেতে এলাকাবাসী মানববন্ধন করে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, রোববার সকালে পূর্ব শত্রুতার জের ধরে বাঁধন তার গ্যাং নিয়ে অন্য গ্রুপের সাদ্দাম, হাসেমদের উপর হামলা করে। পরে এই ঘটনার ক্ষোভ প্রকাশ করতে একইদিন দুপুরে সাদ্দাম গ্যাং বাঁধনের বাড়িতে ঢুকে দেশিয় অস্ত্র দিয়ে বাঁধনসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের আহত করে।
দুর্বৃত্তদের হাত থেকে নিজেকে বাচাতে বাঁধন ও তার পরিবারের সদস্যরা চাচাতো ভাই রফিকুল ইসলাম সরকারের বাসায় আশ্রয় নিতে গেলে দুর্বৃত্তরা ওইখানে গিয়ে তালা ভেঙ্গে বাঁধন ও তার পরিবারকে বের করে এনে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে বাঁধনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই সময় দুই পক্ষের প্রায় ১০জনের মত আহত হয়।
এই বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত থানায় মামলা করার জন্য কেউ আসেনি। তবে আমাদের মত করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত রয়েছে আমরা তাদের নাম-ঠিকানা সংগ্রহ করছি এবং তাদের গ্রেফতার করার চেষ্টা করছি।