ঈদের নামাজের ইমামতিও করেছেন মাহমুদউল্লাহ: মিরাজ
সাইলেন্ট কিলার খ্যাত পঞ্চপান্ডবের একজন এই মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের ক্রিকেটে অসংখ্য ম্যাচ জয়ের মধ্যে মনে রাখার মতো বলতে হলে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি অনেককাল মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা। তবে সাম্প্রতিক সময়ে দলে জায়গা হারিয়েছেন।
এ ক্রিকেটারকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের কাছ থেকৈ জানা গেল চমকপ্রদ তথ্য। শুধু খেলাধুলাতেই সিমাবদ্ধ ছিলেন না তিনি। ঈদের নামাজের ইমামতিও করেছেন তিনি।
বেসরকারি একটি টিভি চ্যানেলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ স্পেশাল আয়োজনের তরুণ ক্রিকেটারের গল্পে এমন কথা জানান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। আলাপচারিতায় উঠে এসেছে ঈদে মিরাজ কার কাছ থেকে বেশি ঈদ সালামি নিতেন। ছোটকালে কলা গাছ কেঁটে ভেলা বানিয়ে খেলার কথাও স্মৃতিচারণ করেন তিনি।