সদর দক্ষিণে কৃষক সমবায় সমিতির আলোচনা সভা
সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৬নং পূর্ব জোড়কাননের হিম্মতপুর এলাকায় “হিম্মতপুর সুধন্যপুর কৃষক সমবায় সমিতি লিমিটেড” এর নিজ নামে গভীর নলকূপ উদ্ধার করার প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার।
এ সময় অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন কামাল, ৫নং পশ্চিম জোড়কানন ইউপি চেয়ারম্যান হাসমত উল্লা হাসু, ৬নং পূর্ব জোড়কানন ইউপি চেয়ারম্যান এম.হারিছ মিয়া,কে.টি.সি.সি লিঃ চেয়ারম্যান আমিনুল হক,কে.টি.সি.সি লিমিটেড সরকার মনোনীত পরিচালক জোনায়েত শিকদার তপু,মোঃ দেলোয়ার হোসেন, ৫নং পশ্চিম জোড়কানন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল,সাধারন সম্পাদক আব্দুল মালেক মেম্বার,আওয়ামীলীগ নেতা হাজী মমিন, হিম্মতপুর সুধন্যপুর কৃষক সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি আমির হোসেন মজুমদার,বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম,ম্যানেজার সেকান্দার আলী,পশ্চিম জোড়কানন যুবলীগ নেতা হুমায়ুন কবির,বিশিষ্ট সমাজসেবক হাফিজুল্লাহ খোকন,বিশিষ্ট সমাজসেবক মোঃ জামাল সহ হিম্মতপুর,সুধন্যপুর,জোলাই,কুড়িয়াপাড়া গ্রামের কৃষক সহ সর্বস্তরের পেশাজীবী।
উল্লেখ্য হিম্মতপুর আব্দুর রশিদ এর ছেলেদের কাছে জোড়পূর্বকভাবে প্রায় ১৬ বছর সমিতির গভীর নলকূপ অবৈধভাবে দখল ছাড়াও বিভিন্ন সম্পদ আত্নসাৎ করে।
সভায় সমিতির গভীর নলকূপ ফেরত ও পরিচালনা কমিটির মধ্যে উভয় পক্ষ থেকে মানবসেবায় নিয়োজিত থাকবে বলে অঙ্গীকার করেন। এলাকার কৃষকদের কৃষি কাজের স্বার্থে হিম্মতপুর সুধন্যপুর কৃষক সমবায় সমিতি লিঃ এর নামে গভীর নলকূপ পরিচালনার জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।