সাকিবকে ‘মীর জাফর’ বললেন শিশির!
ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আর কিছুদিন পরই। ইতোমধ্যেই দলগুলো মাঠে ব্যস্ত সময় পার করছে প্রস্তুতি ম্যাচে। ধারাভাষ্যকার, সাবেক ক্রিকেটাররা বিশ্বকাপকে নিয়ে করছেন নানা ভবিষ্যদ্বাণী। বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি চলতি বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকা প্রকাশ করেন।
আইসিসির প্রকাশিত সেই তালিকায় রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির সেই পোস্ট শেয়ার করেছেন সাকিবের স্ত্রী শিশির। ক্যাপশনে তিনি মজার ছলে সাকিবকে ‘মীর জাফর’ বলেও আখ্যায়িত করেন।
গতকাল রবিবার ১ অক্টোবর আইসিসির প্রকাশিত পোস্টটি শেয়ার করে শিশির লিখেন, ‘মীর জাফর এই তালিকায় ঢুকল কি করে! এটা নকল হতে পারে।’ মূলত, মজার ছলেই সাকিবের স্ত্রী এই ক্যাপশন দিয়েছেন।
এদিকে, আইসিসি যে পোস্টটি প্রকাশ করেছে সেখানে তৃতীয় অবস্থানে রয়েছে তারকা ক্রিকেটার সাকিব। পঞ্চম বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিব পেয়েছেন ৩৪ উইকেট। তালিকার শীর্ষে রয়েছেন ৪৯ উইকেট নেয়া মিচেল স্টার্ক। তার পরের অবস্থানে রয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের এই বাঁহাতি পেসার নিয়েছেন ৩৯ উইকেট।