বিসিবির সকল সদস্যদের পদত্যাগ করা উচিত: সাবের হোসেন চৌধুরী
গত ১৯৯৯ সালে বিশ্বকাপে অভিষেক হয় বাংলাদেশের। সেবার আইসিসির সহযোগী দেশ হয়েও পাকিস্তান আর স্কটল্যান্ডকে হারায় টাইগাররা। অথচ বিশ্বকাপের চলমান ১৩তম আসরে সপ্তমবারের মতো অংশ নিয়েও ৯ ম্যাচের মধ্যে ৭টিতে হেরে সবার আগেই আসর থেকে বিদায় নেয় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে রীতিমতো হতাশ সাবের হোসেন চৌধুরী।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই সভাপতি দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয় জবাবদিহিতার দৃষ্টিভঙ্গিতে দেখলে বিসিবির সকল সদস্যদের পদত্যাগ করা উচিত। যেহেতু এটা সমষ্টিগত ব্যর্থতা। তারা দেশবাসীকে হতাশ করেছে। বিসিবির সাবেক এই সভাপতির অধীনেই প্রথম বিশ্বকাপ খেলে বাংলাদেশ। তার সময়ে টেস্ট স্ট্যাটাস পায় টাইগাররা।
এদিকে ঢাকা- ৯ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী আরও বলেন, ক্রিকেট আমাদের দেশের নাম্বার ওয়ান খেলা, এখানে কোটি কোটি বাংঙ্গালির আবেগ জড়িত। অথচ দেশের ক্রিকেট এমন একটি বোর্ডের দ্বারা পরিচালনা হয় যেটি সম্ভবত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অযোগ্য এবং অপেশাদার।