কুমিল্লা-৫ আসনে নৌকার মাঝি হতে চান ২৪ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে নৌকার মাঝি হতে চান ২৪ জন। চার দিনব্যাপী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা দেওয়া (সশরীরে) শেষ হয় মঙ্গলবার বিকেলে।
চট্টগ্রাম বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য জিয়াউদ্দিন শিপু জানান, সব বুথের খবর তো আর বলতে পারব না, আমাদের এখানে কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে ২৪ জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন।
আবদুল মতিন খসরুর মৃত্যুতে কুমিল্লা-৫ আসন শূন্য হওয়ার পর কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়ে আবুল হাশেম খান সংসদ সদস্য হন।
এবার আসনটিতে লড়তে আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু ও সাংসদ আবুল হাশেম খানসহ আরও ২৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
এছাড়া সাজ্জাদ হোসেন, আব্দুল বারী, এহতেশামুল হাসান ভূইয়া, মো. আবু ছালেক (সেলিম রেজা সৌরভ), আনিসুর রহমান, দিদার মো. নিজামুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম ভূইয়া, জাহাঙ্গীর খান চৌধুরী, আব্দুল মোমিন ফেরদৌস, মো. আল আমিন, মো. ওমর ফারুক, এমএ মতিন এমবিএ, মো. মোকবুল হোসেন ভুইয়া, আখলাক হায়দার, মো. আব্দুল জলিল, সোহরাব খান চৌধুরী, এম এ জাহের, মো. শাহ জালাল, জাহানা আরা বেগম, আব্দুস সালাম বেগ, আবু তৈয়ব অপি ও আমিনুল ইসলাম মনোনয়ন সংগ্রহ করেন।