আবেগে হাত-পা ভেঙে দেওয়ার কথা বলেছি: বাহার
আবেগ তাড়িত হয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাহাউদ্দিন বাহার।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে আইনমন্ত্রীর কাছে আইনি পরামর্শ চাইতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বাহার বলেন, যারা নির্বাচন প্রতিহতের নামে বাসে-ট্রেনে আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে। এসব কথা বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হাত-পা ভেঙে দেওয়ার কথা বলেছি। যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। এছাড়া আর কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি।
এ সময় বাহার বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি মাত্র কয়কজন নিয়ে একটি থানা দখল করেন। সেখান থেকে বেশ কয়েক জন নারীকে মুক্ত করে তার বাহিনী। কিন্তু স্বাধীনতার এতো বছর পরেও দেশ নারী-শিশুদের জন্য নিরাপদ হয়নি।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর নিজ নির্বাচনি এলাকায় একটি উঠান বৈঠকে বাহাউদ্দিন বাহার বলেন, যদি কোনো বিএনপি এবং জামায়াতের কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত-পা ভেঙ্গে দেবেন।
সূত্রঃ দেশ টিভি