মায়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও
মায়ের মৃত্যুর খবর শুনে মারা গেছেন ছেলে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।
বুধবার রাতে মারা যান মা লায়লা বেগম (৭০)। এর ঘণ্টাখানেকের মধ্যেই মারা যান ছেলে মো. রেজাউল করিম (৪৫)। লায়লা বেগমের স্বামী আবুল হাসেমও মারা গেছেন দুই মাস আগে। পুরো ঘটনায় শোকের পরিবেশ নেমে এসেছে ওই পরিবারের উপরে।
মা-ছেলেকে আজ বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন মনিয়াম নগর ইউনিয়নের সদস্য মো. ইসলামাইল।
মরিয়াম নগর ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম হিরু বলেন, রেজাউল করিমের মা লায়লা বেগম (৭০) বুধবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে রাত ৯টা ৩০ মিনিটে দিকে মারা যান। মায়ের মৃত্যুর খবর শুনে রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে উপজেলার চন্দ্রঘোনা হেলথ কেয়ার হসপিটালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, তিন মাস আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দেশে আসেন মো. রেজাউল করিম। দুই মেয়ে আছে।