ট্রেনে মোবাইল চুরি করতে গিয়ে ধরা, চোরকে ঝুলিয়ে নিলেন যাত্রীরা
এবার ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির চেষ্টা করছিলেন এক যুবক। কিন্তু ওই সময় হাতেনাতে তাঁকে ধরা হয়। আর এভাবে চোরকে চলন্ত ট্রেনের জানালায় ঝুলিয়ে প্রায় ১ কিলোমিটার পথ টেনে নেন যাত্রীরা। এমন ঘটনা ঘটেছে ভারতের বিহারে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি কবের তা জানা যায়নি। এতে দেখা যায়, চলন্ত ট্রেনে এক যাত্রীর কাছ থেকে ফোন চুরির চেষ্টা করেন ওই যুবক। কিন্তু সতর্ক ওই যাত্রী তাঁকে ধরে ফেলেন। এবং জানালার বাইরে ঝুলিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যান। পরে অন্যান্য যাত্রীরাও ওই চোরের হাত ধরে রাখেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারী বলেন, ভাগলপুর বিহারের কাছে কালেশে একজন ছিনতাইকারী চলন্ত ট্রেন থেকে একজন যাত্রীর ফোন ছিনিয়ে নিচ্ছিল। কিন্তু সে তাতে সফল হতে পারেনি। যাত্রীরা ছিনতাইকারীকে ধরে প্রায় এক কিলোমিটার পর্যন্ত ঝুলিয়ে রেখেছিলেন।
এর আগে ২০২২ সালের বিহারে ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির সময় এক যুবককে হাতেনাতে ধরা হয়। পরে ওই চোরকে চলন্ত ট্রেনের জানালায় ঝুলিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ টেনে নেওয়া হয়।