বন্ধুকে পেছনে বসিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে কলেজছাত্রী নিহত
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আফরিন শিফা (২০) নামে এক কলেজছাত্রী মারা গেছেন। এ ঘটনায় শহিদুল আমিন তানিব নামে এক ছাত্রও গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহানা আফরিন শিফা কক্সবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। আহত যুবক শহিদুল আমিন তানিব কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছি। আহত যুবককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। বাইকটি কক্সবাজার শহর থেকে ভাড়া নিয়েছিল তারা। আরোহী দুজন সম্পর্কে বন্ধু।
মুশফিক নামে স্থানীয় এক যুবক জানান, সকালে তারা ঘণ্টায় ৩০০ টাকা চুক্তিতে মোটরসাইকেল ভাড়া নেন। এরপর তারা মোটরসাইকেল নিয়ে টেকনাফের দিকে রওনা দেন।
কচ্ছপিয়া এলাকার কৃষক জাফর আলম বলেন, আমি সড়কের পাশে তরমুজ চাষ করি, সেখানেই ছিলাম। দেখলাম কক্সবাজার থেকে টেকনাফের দিকে একটি সুজুকি মোটরসাইকেল আসছিল। মোটরসাইকেলটি একটি মেয়ে চালাচ্ছিল। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই বাইকের চালক মেয়েটি নিহত হয়। পরে আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী যুবককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।