কুমিল্লায় চীনের নাগরিকের মরদেহ উদ্ধার
কুমিল্লায় একটি ভবন থেকে শান হুয়ানমেই নামে চীনা এক নারী কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নগরীর নোয়াগাঁও চৌমুহনী এলাকার একটি বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লা ইপিজেডের ‘পি.ওয়াই গার্মেন্টস’-এ চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর নোয়াগাঁও চৌমুহনী এলাকার বিসমিল্লাহ্ হাউজ নামে একটি ভবনে কুমিল্লা ইপিজেডে কর্মরত চীনা নাগরিকরা থাকেন। ওই ভবনের ৩য় তলার একটি কক্ষে থাকতেন শান হুয়ানমেই। আহ সকাল সাড়ে ৮টার দিকে সহকর্মীরা অফিসে যাওয়ার সময় দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলেও সাড়া না পাওয়ায় তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন জানান, ওই নারী ভবনটির একটি কক্ষে থাকতেন। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সেটি ভেঙ্গে মরদেহ বের করা হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার স্বামী চীন থেকে আসার পর মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, ওই নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।