কুমিল্লায় ১০৪ কেজি গাজাঁসহ আটক-১
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা আদর্শ সদর উপজেলার রত্নাবতী এলাকা থেকে রোববার রাতে ছত্রখীল পুলিশ ফাঁড়ির আইসি এসআই মোহাম্মদ শাহিন কাদিরের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিক-আপ ভ্যান ভর্তি একশ চার কেজি গাজাঁ উদ্ধার ও মোঃ হাসান (৩০) নামের এক মাদক সম্রাটকে আটক করেছে। এসময় তার সহযোগী দুই মাদক ব্যবসায়ী রিপন (২৮) ও আনোয়ার পালিয়ে যায়।
পুলিশ জানায়, জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের রত্নাবতী গ্রামের তিন রাস্তার মোড় চানঁপুর-পালপাড়াগামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ছত্রখীল পুলিশের এসআই মোহাম্মদ শাহিন কাদিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ একটি পিকআপ ঢাকা-মেট্রো-ন-১৬-২৯৯১ আটক করে। পরে ত্রিপলে মোড়ানো গাড়িতে প্রতিটি ২ কেজি ওজনের ৫২ প্যাকেট ভারতীয় গাজাঁ উদ্ধারসহ মোঃ হাসান নামের এক মাদক সম্রাটকে গ্রেফতার করে। হাসান কুমিল্লা সদর উপজেলার আড়াইউড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে। এব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে।