৫০ কিমি সাইকেলে করে আজহারীর মাহফিলে তিনজন

ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিল অংশ নিতে সাইকেলে করেই ৫০ থেকে ৫৫ কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন বরিশালের তিন ব্যক্তি। যানবাহন না পাওয়ার শঙ্কা থেকে তারা সাইকেল নিয়ে চলে এসেছেন। আজ শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালিতে ইসলাম ও কোরআন-সুন্নাহর ওপর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন আজহারী।

সাইকেলে করে আসা বরিশাল সিটি করপোরেশনের পশ্চিম কাউনিয়া এলাকার কামরুল ইসলাম, মোহাম্মদ সোহাগ ও মোহাম্মদ সাদ্দাম নামের এ তিনজন জানান, মাহফিলে অংশ নেওয়াই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসা যাওয়ার সময় যানবাহনের সংকট হতে পারে এমন চিন্তা থেকে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

কামরুল ইসলাম বলেন, “আমরা জানতাম মাহফিলে হাজার হাজার মানুষের ভিড় হবে। তাই যানবাহন পাওয়াও কঠিন হবে। তাই ঠিক করলাম সাইকেলেই যাব। এটি কষ্ট হলেও প্রিয় বক্তার মাহফিলের জন্য তা তুচ্ছ।”

সোহাগ বলেন, “এ ধরনের মাহফিলে অংশ নেওয়া মানেই এক অন্যরকম শান্তি। আমাদের যাত্রা কঠিন হলেও আল্লাহর জন্য এই পরিশ্রম আমাদের কাছে আনন্দের।”

এ বিষয়ে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন, “তাদের এমন উদ্যোগ আমাদের সত্যিই আনন্দিত করেছে। এ ধরনের উৎসাহ ও ধৈর্য সত্যিই প্রশংসার দাবিদার।”

আরো পড়ুন