কিশোর গ্যাংয়ের হামলায় কুমিল্লায় প্রবাসী যুবক নিহত

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন প্রবাসী যুবক আবু বকর (৩০)। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে (পিজি হাসপাতাল) মারা যান।

আবু বকর চৌদ্দগ্রামের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। বিয়ের সূত্রে তিনি সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ের জামাই।

স্থানীয় সূত্র জানায়, গত ২৭ অক্টোবর আবু বকর সুমাইয়া আক্তার সুইটিকে বিয়ে করেন। বিয়ের পর গত শনিবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান তিনি। সেদিন সন্ধ্যায় অলিরবাজার থেকে হাঁটতে হাঁটতে ফিরছিলেন আবু বকর ও তার শ্যালক শান্ত। এ সময় কিশোর গ্যাং–সদস্য ফজলে রাব্বি ও পারভেজের সঙ্গে শান্তর ধাক্কা লাগাকে কেন্দ্র করে তর্কের সূত্রপাত হয়। এক পর্যায়ে রাব্বি ও পারভেজ শান্তকে মারধর করতে গেলে বাধা দেন আবু বকর। এতে ক্ষিপ্ত হয়ে তারা আবু বকরকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর গত ৯ নভেম্বর আবু বকরের স্ত্রী সুমাইয়া আক্তার সুইটি দুই কিশোর-ফজলে রাব্বি ও পারভেজকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করেন।

এ বিষয়ে শ্বশুর দেলোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, অন্যায়ভাবে আমার মেয়ের জামাইকে হত্যা করা হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

আরো পড়ুন