এই বয়সেও আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয় : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে বয়সে আমাদের একটা নির্ভার জীবন কাটানোর কথা, পরিবারকে সময় দেওয়ার কথা, মা-বাবার কাছে নিরাপদে থাকার কথা, কিন্তু এখন আমাদের রাজপথে, কোর্টের বারান্দায় এই বয়সেও আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়। আমরা ঘর থেকে বের হলে জানি না আবার নিরাপদে ঘরে ফিরব কি-না, সন্তান জানে না তার বাবা ঘরে ফিরবে কি-না, হাদি ভাইয়ের সন্তান আর কোনো দিন হাদি ভাইকে ফিরে পাবে না।

রোববার (১৮ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর মিলনায়তনে ‘নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অনলাইনে ভাচুর্য়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার সামনে যারা বসে আছেন তারা খেটে খাওয়া বাবার সন্তান, এখানে কেউ এমপি-মন্ত্রী বা সচিবের ছেলে এসে বসেনি, এখানে যারা বসছে প্রত্যেকজনই ব্লাডি সিটিজেন। যারা দেশের জন্য রক্তের প্রয়োজন হলে রাস্তায় আসে, যারা দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় আসে। আপনাদের রক্তের ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আমরা ব্লাডি সিটিজেনরা ব্লাডি ফরেইনাদের হাতে দেশটা আর তুলে দেব না। আমাদের মাথায় রাখতে হবে এই লড়াইটা আমাদের প্রজন্মের লড়াই।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত ১৭ বছর এই মাঠ সহজ ছিল না, ২০০৯ পিলখানা হত্যাকাণ্ড, ২০১৪ সালে যেভাবে ভোট চুরি করা হয়েছে, ২০১৩ সালে শাপলা চত্ত্বরে নির্মমভাবে গণহত্যা করা হয়েছে, প্রত্যেকটি নৈতিক আন্দোলনে যেভাবে দমনপীড়ন চালানো হয়েছে, এই রক্তের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আমরা এই দেবিদ্বারকে আর কখনোই কারও মানি মেশিন হতে দেব না।

দেবিদ্বার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জাতীয় ছাত্রশক্তির দেবিদ্বার উপজেলা প্রতিনিধি মো. হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক মো. আসাদুজ্জামান, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. আল আমিন সরকার, দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক মো.জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

আরো পড়ুন