ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ, চূড়ান্ত সিদ্ধান্ত

নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এ পরিস্থিতিতে বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করে বিসিবি। তবে একাধিক দফা আলোচনার পর শেষ পর্যন্ত আইসিসি জানিয়ে দেয়, বিশ্বকাপের ম্যাচগুলো ভারতেই অনুষ্ঠিত হবে।

গতকাল (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যায় আইসিসির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিদের পাশাপাশি সংস্থাটির শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে কি না—এ বিষয়ে বিসিবিকে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিকে জানাতে হবে।

এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আজ বিকেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

ক্রীড়া উপদেষ্টা এবং ক্রিকেটারদের সঙ্গে মিটিং শেষে জানা যায়, বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড়। ক্রীড়া উপদেষ্টার বিশ্বাস বাংলাদেশকে শ্রীলংকায় খেলার সুযোগ দেবে আইসিসি।

আরো পড়ুন