মুরাদনগরে ঘাতক ট্রাক কেড়ে নিলো স্কুল শিক্ষকের প্রাণ
মুরাদনগর প্রতিনিধিঃ কুমিল্লা মুরাদনগর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আমিনুল ইসলাম বেলাল(৩৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক গাড়িসহ হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার সকাল ৯টায় মুরাদনগর থানার সামনে মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত আমিনুল ইসলাম বেলাল উপজেলার ভূবনগর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে ও ভূবনগর গ্রামের রাইজিং সান কিন্ডার গার্টেনের সাবেক অধক্ষ্য ছিলেন।
আটক হেলপার হাবিব(২০) জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী মহসিন হায়দার জানায়, শিক্ষক আমিনুল ইসলাম বেলাল সকালে নিজ বাড়ি থেকে হেটে মুরাদনগর আসছিল। মুরাদনগর থানার সামনে আসা মাত্র পিছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৬২৬৫) বেলালকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ সময় জনতা গাড়িসহ হেলপার হাবিবকে আটক করে পুলিশে দেয়।
এ ব্যাপারে মুরাদনগর পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আর্জুন জানান, গাড়ি ও হেলপারকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতের (মর্গে) প্রেরন করা হয়েছে। চালকের আসনে হেলপার থাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। মামলার প্রস্তুতি চলছে।