নিরাপদ সড়ক চাই লাকসাম উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
লাকসাম প্রতিনিধিঃ ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগানকে ধারণ করে এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) আদর্শ-উদ্দেশ্য মেনে দেশের অন্যতম বৃহৎ সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা) লাকসাম উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ মার্চ বুধবার লাকসাম বাইপাস্থ একটি সেমিনার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি ও নিরাপদ সড়ক চাই লাকসাম উপজেলা আহবায়ক কমিটি গঠনের উপদেষ্টা মাহমুদুল হাছান রোম্মান, বিশিষ্ট ব্যবসায়ি আবদুল আউয়াল মজুঃ, ফেয়ার হেল্থ হসপিটালের চেয়ারম্যান মীর আবু বাকার, নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম হেলাল পাটোয়ারী, ডাক্তার মীর হোসেন, মোঃ রুহুল আমিন, সাংবাদিক মোজাম্মেল হক আলম, আহমেদ তমিজ উদ্দিন চুন্নু, সেলিম চৌধুরী হীরা, কাজী মাসুদুল আলম, পরিবহন ব্যবসায়ি মোঃ শাহজালাল ইমরান, মোঃ মতিউর রহমান, রেজাউল করিম জুয়েল, আফজালুর রহমান, মোঃ সফিউল আলম সুমন, মাহমুদুর রহমান সোহাগ, মোঃ দেলোয়ার হোসেন মনির, সুমন, আবদুর রহমান, তৌহিদুল ইসলাম রবিন, সাখাওয়াত হোসেন নয়ন, জসিম উদ্দিন, জিয়াউর রহমান বাবুল, নারী নেত্রী কাজল রেখা, খোরশেদ আলম প্রমুখ।
উক্ত আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সাংবাদিক মোজাম্মেল হক আলমকে আহবায়ক, আহমেদ তমিজ উদ্দিন চুন্নুকে সদস্য সচিব মনোনীত করে ২১ সদস্যের একটি কমিটি নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।